শশুরবাড়ী নিমন্ত্রণে এসে এক জামাতা অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন। নিহত জামাতার নাম আরিফ হোসেন। সে উপজেলার ভাদাই গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ আজ বৃহস্পতিবার দুপুরে হরিষা গ্রামে শশুরবাড়ী আসার সময় হাটু সমান জল থাকা খালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
গ্রামের প্রাক্তন মেম্বার আজিজ মিয়া অভিযোগ করেন, মাছ ব্যবসায়ী মঞ্জু বিশেষ কায়দায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগের তার খাল পাড়ি দিয়ে মাছের খামারে নিয়েছিল। সেই তারে জড়িয়ে আরিফ মারা যায়।
পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মাজহারুল ইসলাম জানান, আবাসিক বিদ্যুৎ গ্রাহক মঞ্জু মিয়া নিন্মমানের তার দিয়ে অবৈধ সাইট কানেকশন নিয়ে মাছের খামারে আলো জ্বালায়। সেই তারে জড়িয়ে দুর্ঘটনা ঘটে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, লাশ থানায় আনা হয়েছে।
গোপালপুর পৌরসভা
প্রতিশ্রুতি দৈনিক মানুষের কল্যাণে প্রতিদিন
মোঃ জাহিদ খান