মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা আ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকালে শহীদ আইভি রহমান ষ্টেডিয়াম মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ । এ সময় তিনি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছেন । এটি একটি ভালো উদ্যোগ । এটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে । এছাড়া তিনি খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে বলেন,সুন্দর ও সুশৃঙ্খলভাবে খেলতে হবে । খেলায় উচ্ছৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে ।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবাইদ আলী প্রমূখ । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দৌড় ,লং জাম্প,হাই জাম্পসহ বিভিন্ন খেলায় ২৬টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় । খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।