এম হাফিজুর রহমান শিমুলঃ গণতন্ত্র পূর্ণরুদ্ধার ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবিতে সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। বুধবার (২৫ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে শহরের সঙ্গীতা মোড়স্থ রাধানগরে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বাবু মৃনাল কান্তি রায়’র সভাপতিত্বে ও সাবেক কৃষকদলের আহবায়ক আহছানুল কাদীর স্বপন’র সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। এ সময়ে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, শ্যামনগর উপজেলার বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওহেদ, তালা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, সদর থানা বিএনপি’র সদস্য সচিব আতাউর রহমান, আশাশুনি উপজেলা বিএনপি নেতা, খাইরুল ইসলাম, বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বাবু, জেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবু রায়হান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পর ও এ দেশের মানুষ স্বাধীনভাবে চালতে পারেনা, মানুষের গণতান্ত্রিক অধিকার হত্যা করেছে। খুন, গুম, হয়রানি এ সরকারের নেশা হয়ে উঠেছে! এ সরকার বিচার বিভাগকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে শেষ ধ্বংস করেছে। উন্নয়নের নামে লুটপাট করছে। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হাটাঁবো। এদেশে আর কোন পাতানো নির্বাচন হতে দিবে না। আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধয়ক সরকারের অধীনে। আমরা সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।