মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ইবি সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল, সম্পাদক নাহিদ

ইবি সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল, সম্পাদক নাহিদ

 

মোতালেব বিশ্বাস, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল সভাপতি ও ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রধান উপদেষ্টা সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান ও সংগঠনটির সাবেক সভাপতি আল আমিন মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আবু সোহান, তাজমুল হক জায়িম, আব্দুল্লাহ আল ফাহমি, তপন চন্দ্র বর্মণ, প্রতাপ পাল ও মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল ইমরান, দপ্তর সম্পাদক মুনতাকিমুর রহমান, প্রচার সম্পাদক মোর্শেদ মামুন,

তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোতালেব বিশ্বাস, অর্থ সম্পাদক রাসেল মহাজন, বিতৰ্ক গবেষণা সম্পাদক আব্দুল বারি শরীফ ও আইন সম্পাদক আবদুল্লাহ আল কাফি।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক নাহিদুর রহমান বলেন, ‘বিতর্ক মানুষের মনের দুয়ার খুলে দেয়। এমন বুদ্ধিবৃত্তিক সংগঠনে আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সকালের সহোযোগিতা একান্ত কাম্য।’

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com