বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

মানবতার সেবায় হাত বাড়ায়, অসহায় পরিবারের  পাশে দাঁড়াই,  নির্মল পালের ২য় ছেলে “রিত্তিক পাল” এর হৃৎপিণ্ডে ছিদ্র হয়, চিকিৎসা জন্য আর্থিক সহায়তা চায় তাদের পরিবার।
গাইবান্ধা জেলা, সাঘাটা উপজেলা,  ৬ নং ঘুড়িদহ উইনিয়ান ঝারাবর্ষা  গ্রাম শ্রী নির্মল পালের ২য় ছেলে “রিত্তিক পাল” এর হৃৎপিণ্ডে ছিদ্র হয়, তার চিকিৎসা জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন । নির্মল পালের আর্থিক অবস্থা অসচ্ছল তার পক্ষে একা চিকিৎসার ভার বহন করা সম্ভব না ,  সকলের কাছে একটু সহায়তা চাই ।
প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে হৃৎপিণ্ডের  অনেক ব্যয়বহুল অপারেশন করতে হবে দেশের বাহিরে।
কিন্তু অপারেশন জন্য  আর্থিক সংকটে চিকিৎসা,এবং ঔষধ ক্রয় করতে  পারছে না, রিত্তিক পাল এর পরিবার।
প্রতিদিন অনেক টাকার ঔষধ প্রয়োজন।
একজন অসহায়,দরিদ্র পরিবারের সন্তান ।
তার পরিবারের পক্ষে অস্বচ্ছলতার কারণে, তার চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
এমত অবস্থায় হৃদয়বান ব্যক্তি,মানবিক/সামাজিক সংগঠন,দেশ এবং প্রবাসে অবস্থানরত সকলের সহযোগীতা কামনা করেছেন অসহায় পরিবারটি।
বিকাশ – পার্সোনাল
01718964115 (শ্রী নির্মল পাল)
নগদ – পার্সোনাল
01616718124 (শ্রী রিত্তিক পাল)
নামঃ- শ্রী রিত্তিক পাল
পিতাঃ- শ্রী নির্মল পাল
উপজেলাঃ- সাঘাটা
জেলাঃ- গাইবান্ধা।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com