এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আর সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। তবে জিপিএ-৫ ধারী অর্ধেকের বেশি শিক্ষার্থী পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হবেন। সবার উচ্চশিক্ষায় আসন মিললেও সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিদ্যা মিলিয়ে ভর্তির সুযোগ পাবেন ৬০ হাজারের মতো শিক্ষার্থী। যদিও উচ্চশিক্ষায় সুযোগ মিলবে পাস করা সব শিক্ষার্থীর।