বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন

মুরগির খাবার তৈরীর বয়লার বিস্ফোরণে আহত একজন, আতংকে এলাকাবাসী”

মুরগির খাবার তৈরীর বয়লার বিস্ফোরণে আহত একজন, আতংকে এলাকাবাসী”

স্টাফ রিপোর্টার মোঃ শামীম।।
পটুয়াখালী টু গলাচিপা উপজেলার সড়কের পাশে মদির হাট বাজার থেকে পাঁচ শত গজ পূর্ব পাশে রাস্তার চারফুট উত্তরে উক্ত ফিট বয়লারটি অবস্থান।
আজ বিকাল ৫.০০ ঘটিকায় বয়লারটি বিস্ফোরণ ঘটে,  এলাকার সাধারণ জনগণ উক্ত বয়লার বিস্ফোরণে আতংকিত হয়ে যায়।  উক্ত বয়লার বিস্ফোরণে এভাবে বিকট শব্দের সৃষ্টি হয় তা তারা জানতোনা।
উক্ত বয়লারের মালিক মোঃ বশির সরদার বয়লার টি কে কার্যক্রম না যানা ব্যক্তিদের ভাড়া দিয়ে ইটালিতে অবস্থান করিতেছেন। এবং প্রতিমাসে ভাড়া নেন যাদের কাছে উক্ত বয়লারটি ভাড়া দেন তারা এ সম্পর্কে অবগত নয়। উক্ত বলায়ারটি  বিস্ফোরণের সাথে সাথে  এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং বয়লার বিস্ফোরণের সময় অবস্থানকারী কিশোর মোঃ সুজন অটো   চালক আশরাফের ছেলের শরীরের চারভাগের তিন ভাগ আগুনের দগ্ধ হয়ে যায় এবং সাথে সাথে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কিশোর সুজন গুরুতর অসুস্থ উক্ত ঘটনাটি হওয়ার পর থেকে বয়লারের মালিকের আত্মীয়-স্বজন গা ঢাকা দিয়েছে বলে জানান এলাকাবাসী। সুজন বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে
উক্ত ব্রয়লার বিস্ফোরণের ঘটনাটি গলাচিপা উপজেলার ইউএনও মহোদয় ও গলাচিপা উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও পটুয়াখালী ৩ আসনের সংসদ এস এম শাহজাদা মহোদয় সহ পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয় ও পটুয়াখালী পুলিশ সুপার সহ বন ও পরিবেশ অধিদপ্তর দৃষ্টি আকর্ষণ করছি।
উক্ত বিষয়টি তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। যাহাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা না ঘটে।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com