সাগর মীর ,ইতালী প্রতিনিধি ঃ- চলতি বছরে গঠিত ইতালী ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব থেকে ছয় সাংবাদিক পদত্যাগ করেছেন ।পদত্যাগ কারি সাংবাদিকরা জানিয়েছেন সংগঠনের শুরু থেকে সকলকে সাথে নিয়ে কাজ করার ওয়াদা থাকলেও অভিষেকের আগে সংগঠনের সদস্য না , এমন একজনকে উপদেষ্টা কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে ।যা সভাপতি,সম্পাদক কোন সদস্যকে জানানোর প্রয়োজন মনে করেননি। সভাপতি, সম্পাদক নিজেদের স্বার্থ রক্ষার জন্য।সভাপতি কোন সভা না করেই অভিষেক অনুষ্ঠানের তারিখ সময় অতিথি নিজের সিদ্ধান্তে চুরান্ত করে ফেলেন । যা অনেকেই জানেন না।গেল ডিসেম্বরে বিজয় দিবস ১৬ই ডিসেম্বর পালন করা হবে সকল সদস্যকে নিয়ে কমিটির সকলে যা সিদ্ধন্ত দিলেন তা না মেনে সভাপতি তার মন মত মাত্র তিন জন সদস্য ও এক জন উপদেষ্টাকে প্রধান অতিথি করে ঢালাওভাবে প্রচার করেছেন ,এতে সংগঠনের ভাবমুর্তি নষ্ট হয়েছে। পরবর্তীতে সদস্যদের মাঝে বিভাজন সৃষ্টি হয়েছে ।এরকম অনেক সিদ্ধান্ত সভাপতি তার সদস্যদের না জানিয়ে নিজ মতের কয়েক জনের সাথে আলোচনা করে বাস্তবায়ন করে আসছেন বলে পদত্যাগ কারি সাংবাদিকরা জানিয়েছেন।পদত্যাগকারী সাংবাদিকরা হলেন,সিনিয়র সহ-সভাপতি নাজমুল হোসেন,যুগ্ন সম্পাদক মোহাম্মদ আসলামউজ্জামান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সজীব আল হাসান,প্রচার সম্পাদক আবু নাঈম ভুঁইয়া,সাংস্কৃতিক সম্পাদিকা টিসা সুলতানা,ও নির্বাহী কমিটির সদস্য হাফিজা আক্তার নাসরীন ।