মারুফ সরকার,স্টাফ রির্পোটার: আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮ টায় ঢাকার, উত্তরা , বাউনিয়া (বিদ্যাসভা স্কুলে ) সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে সোস্যাল ভলান্টিয়ার অফ বাংলাদেশ, রোটারি ক্লাব অফ ঢাকা রাইজিং স্টারস এবং বিদ্যাসভা স্কুলের যৌথ আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “হৃদয়ে একুশ” নামে পথ শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান এর আয়োজন করা হয়েছে । বিদ্যাসভা ফাউন্ডার এন্ড জেনারেল সেক্রেটারি আনিকা তাবাস্সুম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান ।
তিনি জানান, বিদ্যাসভা ভাসমান ও গৃহহীন শিশুদের পরিচর্যার কাজ করে। রাজধানীর উত্তরার বাউনিয়ায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে এখন হাতেকলমে লেখাপড়ার সুযোগ পাচ্ছে ৬৭ জনের মতো পথশিশু। লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধিই বিদ্যাসভার একমাত্র উদ্দেশ্য নয়। বরং এই প্রতিষ্ঠানের হাতেখড়ি যেন এই শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখায় দৃঢ়চেতা করে তোলে তাই এর উদ্দেশ্য।