সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
বাঘ বিধবা… ভৈরবে একাধিক ডাকাতি মামলার আসামি আবদুল্লাহ ওরফে জুয়েল গ্রেফতার। প্রফেসর আফসার আহমেদ বাবলুর ভাইঝি ‘সুপ্তি’র স্ট্রোকে মৃত্যু লালমনিরহাটে চালের বস্তায় ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। স্মার্ট ভূমিসেবা সপ্তাহে নাগরিকের দোরগোড়ায় সেবা পৌছে দিতে সক্ষম হয়েছি—সহকারী কমিশনার মোঃ আজাহার আলী কালিগঞ্জে সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত কালিগঞ্জ উপজেলায় পিস ফ্যাসিলিটিটর গ্রুপ এর ফলোআপ মিটিং অনুষ্ঠিত বাংলাদেশ সংঘাত চায় না : বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতির সাথে আইজিপির সাক্ষাৎ ধুনটে কেরাম বোর্ড ও লুডু খেলার নামে রমরমা জুয়ার আসর 
ইবি উপাচার্যের অডিও ফাঁস ঘটনায় কক্ষে তল্লাশি

ইবি উপাচার্যের অডিও ফাঁস ঘটনায় কক্ষে তল্লাশি

মোতালেব বিশ্বাস, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সদৃশ কণ্ঠে নিয়োগ সংক্রান্ত ছয়টা অডিও ফাঁস হয়েছে৷ এতে সরগরম প্রশাসন ভবন।সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় দফা আন্দোলনের ডাক দেন অস্থায়ী চাকুরীজীবি পরিষদ। এ ঘটনায় পর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানা, গয়েন্দা সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে উপাচার্য কক্ষে তল্লাশি চালানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ, সহকারী প্রক্টর শফিকুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর জায়েদ বিপ্লব, বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান উপ রেজিস্ট্রার শামছুল ইসলাম জোহা, নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম ও গয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত সপ্তাহের মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের সঙ্গে সাংবাদিকতা বিভাগের চাকুরিপ্রাথী অলিউর রহমানের একটি কথোপকথন ফাঁস হয়। সেখানে উপাচার্যের কণ্ঠের সদৃশ্য কাউকে বলতে শোনা যায় টাকা দিয়ে হলেও দুইজন প্রার্থী সংগ্রহ করার কথা। এছাড়াও নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিষয়ক আলাপন করতে শোনা যায়। পরে আরোও একটি আইডি হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগ সম্পর্কে বিরূপ মন্তব্য করা অডিও ফাঁস হয়।
এসব নিয়ে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় থেকে অস্থায়ী চাকরিজীবী পরিষদ আন্দোলন করেন। একই সময় উপাচার্যের বাসভবনে তালাবদ্ধ করা হয়েছে। এসময় তারা উপাচার্যের অপসরণ চাই ও স্লোগানে স্লোগানে বিদ্রূপ মন্তব্য করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ বলেন, আমরা আন্দোলনরতদের সাথে কথা বলেছি। চেষ্টা করেছি তাদের আন্দোলন থামানোর কিন্তু তারা থামেনি। পরে অস্থায়ী চাকরিজীবী পরিষদের আন্দোলনের বিরতিতে প্রায় আধাঘন্টা উপাচার্য মহোদয়ের কক্ষে কোন রেকডিং ডিভাইস বা সাদৃশ্য কিছু আছে কিনা তা খুঁজেছি।
তিনি আরো বলেন, প্রায় আধাঘন্টা তল্লাশির পরো আমরা রুমে কিছুই পাইনি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা পেলে আবারো সন্দেহভাজন জায়গাতে তল্লাশি পরিচালনা করবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ হয়নি।
মোতালেব বিশ্বাস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
ফোনঃ01788516697
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com