ক্ষরণ গুলো শেকড় গাড়ে
নিঃশব্দে
খুব গভীরে, ভীষণ গভীরে
ছড়ায় শাখা প্রশাখা
শুষে নেয় যত্নে আগলো রাখা
জীবনরস
কুল ভাঙ্গে পাড় ভাঙ্গে
চলে আপন ইচ্ছেলীলায়
খুঁজে নেয় নোনা জলের ঠিকানা।
প্রকৃতির নিয়ম বলেই ক্ষান্ত সবাই
নিয়মের বেড়াজালে নিঃস্ব হচ্ছি
রাত দিন প্রতিনিয়ত অবিরত..
কীর্তিনাশা যা দেয়
কেড়ে নেয় তারও ঢের বেশী
অভিমান কণা জমে জমে
দিনে দিনে গড়া
প্রাণহীন গতিহীন শুস্ক বালুচর
মাড়িয়ে
ক্ষলিক ফিরে চাহিবার
অবসর
জুটেছিল কখনও কারো…?
সকলে বন্দী আপন ভূবনে
সকলে ব্যস্ত আপন সৃজনে