সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয মাঠে গতকাল শুক্রবার আন্ত জেলা এসকেএস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুল ও কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। রংপুর জেলা দল ও টাঙ্গাইল জেলা দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর খেলা শেষে ট্রাইবেকারে ৫-৩ রংপুর জেলা দল টাঙ্গাইল জেলাদলকে পরাজিত করে।
উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহতো, জেলা পুলিশ সুপার কামাল হোসেন,গাইবান্ধা স্থানীয় সরকার উপ-পরিচালক শরিফুল ইসলাম টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ও এসকেএস ফাউন্ডেশন নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন,ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।