মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ইবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত

ইবিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত

মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীনবরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত। অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।
 বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে।
রাজবাড়ী জেলা কল্যাণ সমিতির সভাপতি ইসরাইল হুসাইনের সভাপতিত্বে উক্ত চড়ুইভাতি ও নবীন বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, এপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম আজম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল জলিল পাঠান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম জহুরুল হক।
উক্ত অনুষ্ঠানে বেলুন ফুটানো, বল নিক্ষেপ, বালিশ খেলা সহ বিভিন্ন ধরনের লোকখেলা আয়োজিত হয়েছে। এছাড়াও গান আড্ডা, প্রাক্তনদের পরিবেশনা, মধ্যাহ্নভোজ এবং ফটোশুট সেশন দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সার্বিক বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ইসরাইল হুসাইন বলেন, ‘রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতি সবসময়ই রাজবাড়ী থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। তার ধারাবাহিকতায়ই এবার আমরা প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে চড়ুইভাতি ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছি। এবং ভবিষ্যতেও এমন ধারা চলমান থাকবে।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com