এম হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাঃ ডাঃ আ.ফ.ম রুহুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্বের স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের জন্য চিরন্তন অনুপ্রেরণা বলে মন্তব্য করে তিনি বক্তব্যে বলেন, ১৯৭১ সালে বাঙালি জাতির ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মূল অনুপ্রেরণা বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। তিনি বজ্রকণ্ঠে উচ্চারণ করেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। তার এই অমর ভাষণ শুধু বাঙালি জাতি নয়, পৃথিবীর সব নিপীড়িত ও শোষিত-বঞ্চিত মানুষকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপিত করে। তাই বঙ্গবন্ধুর ৭ই মার্চের দুনিয়া কাঁপানো ঐতিহাসিক ভাষণ বিশ্বের স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের চিরন্তন অনুপ্রেরণা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন
সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক এপিপি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়সীম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশিষ্ট সাহিত্যিক সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ মনির আহমেদ, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও সূধী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরের বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।