দুনিয়াটা হলোএকটা যুদ্ধ ক্ষেত্র,এখানে প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যুদ্ধ করে যেতে হয়। এই যুদ্ধের অন্যতম একটা নিয়ম হলো, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা। যারা এই পরিবর্তন কে আমন্ত্রণের সাথে গ্রহণ করে, তাঁরাই জীবনে সফল হয়। অপরদিকে যারা, সারা জীবন এক ভাবে কাটিয়ে দিতে চায় কোন পরিবর্তন ছাড়া,তাঁরা সারা জীবন ব্যর্থতায় কাটিয়ে দেয়।বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার এবং প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে, চার পাশে তৈরি হয়েছে প্রতিযোগিতা।আমি কবির নেওয়াজ রাজ মনে করি,যারা দ্রুত নিজেকে পরিবর্তন করবে, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখবে,তাঁরাই এই প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবে। আমাদের ব্যবহৃত স্মার্টফোনটি ও আপডেট রাখতে হয়,তাহলে ভেবে দেখুন নিজেকে কেন আপডেট রাখবেন না? আপনি যে ভাবেই জীবন কাটান না কেন, কোন না কোন সময় আপনাকে পরিবর্তন হতেই হবে। তাই যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারবেন, অন্যদের থেকে তত বেশি প্রতিযোগিতায় এগিয়ে থাকবেন।
লেখকঃ কবির নেওয়াজ রাজ
এমএমএস” রাস্ট্রবিজ্ঞান,সিসি” জার্নালিজম,এলএলবি।