একটা পোট্রেট, রং লেপটে অবয়ব মুছে গেছে
গায়ে কিছুটা ধুলোও জমেছে
একটা অভিধান, মলাট ছেঁড়া
ভেতরের কয়েকটা পাতাও নেই
কিছু শব্দ হারিয়ে গেছে,
একটা পাখি, অনেক সুন্দর গাইতো
সেও আজ খাঁচা বন্দী।
একটা বাগান, গাছগুলো নুইয়ে পড়া
অনেকদিন ফুল ফোটেনা।
একটা সুগন্ধি গাছ, অনাবৃষ্টিতে ধুঁকছে
সুবাসের আশায় কেউ ওধারে যায় না।
একটা তারা, সাঁঝ আকাশে জ্বল জ্বল করতো
রাতের আঁধারে সেও এখন হারিয়ে যায়
ওর নাকি এখন আর নিজস্ব আলো নেই।
একটা ঘরামী, অনেক নামডাক
তার নিজের চালেই খড় নেই।
একটা উৎসাহক, সবাইকে সাহস দিতো
অাজ সে নিজেই ছন্নছাড়া।
একটা বোকা, সবার মন জুগিয়ে চলতো
কারো কষ্ট সইতে পারতো না।
একটা ভিখারী, ভিক্ষে চাইতো না
শুধু ভালোবাসা ছাড়া।
একটা বিষন্ন মুখে একটা চিলতে হাসি,
কিংবা, একটা মিসড কল
অথবা ছোট্ট একটা মেসেজ
সহসা বদলে দিতে পারে সবকিছু…
লেখকঃ হাসান হাফিজুর রহমান।