ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়েই জনপ্রিয়তা অর্জন করে শাকিব-অপু জুটি। এরপরে এই জুটিকে নিয়ে আরো কয়েকটি সিনেমা প্রযোজনা করেন তিনি। দীর্ঘ বিরতীর পরে আবারো শাকিব খানকে নিয়ে সিনেমা প্রযোজনার কথা জানালেন ডিপজল।
ডিপজল মানুষের কল্যাণে প্রতিদিন কে বলেন, শাকিবকে নিয়ে অনেক আগের দুইটা গল্প ছিল। যখন শাকিব আমার কাছে ছিল। শাকিব এখনও আমার কাছের। দেখলে এখনও ওর বাপের থেকে কম অংশে মাপে না। আমিও দোয়া করি শাকিব যেন ভালোভাবে কাজ করে। কাজের দিকে মনোযোগ দেয়। শাকিবকে আগামীতে দুইটা সিনেমায় নেয়ার পরিকল্পনা আছে। যদি ওর শিডিউল থাকে।’