রাজার হালে জীবনযাপন…
মধ্যবিত্ত বাবা ও ছেলের কথোপকথন
ছেলেঃ বাবা, একটা কথা বলতে পারি?
বাবাঃ বলো।
ছেলে: আমার ফ্রেন্ডদের সবার বাইক আছে,
ওরা সবসময় বাইক নিয়ে বেড়ায়, আর
আমি ফকিরের মতো ওদের কারো
পিছনে বসে থাকি। আমিই একমাত্র
বাইক ছাড়া, খুব বিব্রতকর লাগে।
বাবাঃ তো, তুমি কি চাও আমার কাছে?
ছেলেঃ আমার একটা বাইক লাগবে। বাইক
ছাড়া নিজেকে খুব ছোট মনে হয়।
বাবা: তোমার পছন্দের বাইক কোনটা?
ছেলেঃ হ্যাঁ বাবা (মুচকি হেসে)
বাবাঃ কত দাম?
ছেলে: ২ লাখ।
বাবাঃ হুম, টাকা দিতে পারি, এক শর্তে।
ছেলেঃ কি শর্ত?
বাবা: মোটর সাইকেলের যে দাম সেই পরিমান টাকা আমি তোমাকে দেবো কিন্তু এখনই কিনতে পারবে না। আগে টাকাটা ইনভেষ্ট করবে তারপর যে লাভ হবে সেই লাভের টাকা থেকে বাইক কিনবে। বলো রাজী আছ কিনা?
ছেলেঃ ওকে, Done
তারপর, বাবা তাকে ২ লক্ষ টাকার চেক দিয়ে, আরও একবার মৌখিক চুক্তির কথা মন করিয়ে দিলেন।
কয়েক মাস পর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, কেমন চলছে?
ছেলে জবাব দিল, ব্যবসা ভালোই চলছে, মোটামুটি ভালোই লাভ হচ্ছে।
কয়েক মাস পর আবার বাবা তাকে ব্যবসার কথা জিজ্ঞেস করলেন, এবারও ছেলে তাকে জানালো ব্যবসা থেকে প্রচুর লাভ করছে।
টাকা দেওয়ার ঠিক এক বছর পর বাবা জানতে চাইলেন ব্যবসা কতদূর এগিয়েছে। পিতা পুত্রের কথোপকথন :
বাবাঃ তুমি ভালোই টাকা কামাই করেছ।
ছেলেঃ হ্যাঁ বাবা।
বাবাঃ আমাদের চুক্তির কথা মনে আছে তো ?
ছেলেঃ হ্যাঁ বাবা।
বাবাঃ এটা কি?
ছেলে: হুম, তোমার টাকা বিনিয়োগ করব আর
লাভের টাকা দিয়ে বাইক কিনব।
বাবাঃ বাইক কেনার মতো টাকা জমানো হয়ে
গেছে তারপরও তুমি বাইক কিনছো না
কেন?
ছেলে: আমার আর মোটর সাইকেল লাগবে না।
আমি আরো বিনিয়োগ করতে চাই।
বাবাঃ ভালো। তাহলে আমি তোমাকে যে
জিনিসটা শিখাতে চেয়েছিলাম তা তুমি
শিখে গেছো।
এক: আসলে, তোমার বাইকের খুব একটা দরকার ছিল না, কেবলমাত্র ফ্রেন্ডদের দেখে সাময়িক ইচ্ছে জেগেছিল। বিগত এক বছর তুমি বাইক ছাড়া ঠিকই চলেছ, অথচ, শুরুতেই তোমাকে বাইক কিনে দিলে তা আমার উপর বাড়তি আর্থিক চাপ তৈরী করতো। আর এটা কোনো সম্পদ নয়; কিন্তু একটা দায়বদ্ধতা।
দুই: রাজার মতো জীবনযাপন করার আগে
ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা তোমার
জন্য খুব গুরুত্বপূর্ণ।
ছেলে: ধন্যবাদ বাবা।
এর কয়েকদিন পর বাবা ছেলের পছন্দের সর্বশেষ মডেলের বাইক কিনে দেন।
* যেভাবে জীবনযাপন করতে চান তার আগে সর্বদা প্রথমে বিনিয়োগ করুন।
** এখন যাকে প্রয়োজন হিসাবে দেখছেন, যদি আপনার সেই অনুভূতিগুলিকে কাটিয়ে উঠতে পারেন তবে পরে তা প্রয়োজন নাও হতে পারে।
*** সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে পার্থক্য জানার চেষ্টা করুন, যাতে আজকে যা সম্পদ হিসাবে দেখছেন আগামীকাল আপনার কাছে তা দায় হয়ে না দাঁড়ায়।
শুভেচ্ছান্তে,
HasanHafizurRahman
৩০ জ্যৈষ্ঠ ১৪৩০, রাজশাহী।