হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন আর নেই। তিনি বুধবার (১৪ ই জুন) রাত ১১. ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মাতা, স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি কিডনি সমস্যায় ভারতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে দেশে পাঠিয়ে দেন চিকিৎসকরা। অবশেষে সকলের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরোপারে চলে গেলেন। শেখ রিয়াজ উদ্দীন বাংলাদেশ আওয়ামীলীগের কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।