সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৯ জুন সোমবার বেলা ১১ টায় কালীগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 2022 ও ২৩ অর্থবছরে খরিপ ২- ২০২৩ ও ২৪ মৌসুমী রোপা আমন ধানের (উফশি- জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ১৯ শত কৃষকের মাঝে বিতরণ করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা সেন, প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত কালীগঞ্জ উপজেলার বারোটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক উনিশ শত কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ ১০ কেজি ডি এফ পি সার ও ৫ কেজি এম ওপি সার বিতন করা হয়।