সাঘাটা( গাইবান্ধা ) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ সাকোয়া গ্রামের সাঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে১১শত ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মিজানুর রহমান ওরফে মিজান(৪০) নামের এক যুবক কে আটক করেছেন থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে রোববার রাতে জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশে সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাজু সরকারের আদেশ এস আই রবিউল ইসলাম নেত্রীতে ও এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ভরতখালী ইউনিয়নের সাকোয়া গ্রামে বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ১১শত ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে তাকে থানায় নিয়ে আসে। সোমবার সাঘাটা থানা পুলিশ আটকৃত মিজানের নামে মদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেন।