মাহাদি হাসানঃ
২৫জুন ২০২৩ রবিবার পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ঘটিকায় বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ উপনেতা, বাংলার অগ্নি কন্যা, বেগম মতিয়া চৌধুরী শেরপুরের নকলা,নালিতাবাড়ী উপজেলায় পবিত্র ঈদ-উল আযহা ২০২৩ উপলক্ষে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং এবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেণির সেরা বিশ জন,চতুর্থ শ্রেণির পাঁচ জন,পঞ্চম শ্রেণির বার জন,এবং সকল মাধ্যমিক বিদ্যালয় ও সমমান দাখিল মাদ্রাসার ষষ্ট শ্রেণির সেরা বিশ জন, সপ্তম শ্রেণীর বিশ জন, অষ্টম শ্রেণির দশ জন ও নবম শ্রেণির বিশ জন ছাত্র ছাত্রী মাঝে নয় লক্ষ নিরানব্বই হাজার টাকা আর্থিক প্রণোদনা হিসেবে বিতরণ করেন। বেগম মতিয়া চৌধুরী বলেন,ছাত্র- ছাত্রীদের টাকা দিলে যার যার ইচ্ছে মতো পছন্দের পোশাক কিনে নিতে পারবে।সংসদ উপনেতা আরও বলেন এ দিয়েই আমি তৃপ্ত নই,আরও বেশি দিতে পারলে খুশি হতাম।কিন্তুু আমারও কিছু সল্পতা রয়েছে। বেগম মতিয়া চৌধুরীর প্রণোদনা অনুষ্ঠানে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন,নকলা উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া উম্মুল বানীন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার ভূমি,জনাব শিহাবুল আলম আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রিয়াদ মাহমুদ, পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন, সম্পাদক জনাব মকবুল হোসেন ৬ নং ,পাঠাকাটা ইউনিউনের চেয়ারম্যান আব্দুছ ছালাম সরকার, এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সহ ইউনিয়নের নানা শ্রেণি পেশার মানুষ উপস্হিত ছিলেন। বগম মতিয়া চৌধুরী পর্যায় ক্রমে নকলা নালিতাবাড়ী উপজেলার মোট ২৩টি ইউনিয়নে এই ঈদ প্রণোদনার অর্থ বিতরন করবেন।