ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার জয়জয়কার চলছেই। গেল বছর মরুর দেশ কাতারে তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে লিওনেল মেসি এন্ড কোং। বিশ্বজয়ের পরও জয়রথ অব্যাহত আছে ফিফার শীর্ষ র্যাংকিংধারীদের। অন্যদিকে, জুনিয়র ফুটসাল ফুটবল টুর্নামেন্টেও এবার চ্যাম্পিয়ন হলো আকাশী-সাদা বাহিনী। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা।