সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র রাজপ্রতাপ এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কবির নেওয়াজ রাজ।
এক বিবৃতিতে কবির নেওয়াজ রাজ বলেন,প্রকৃত ঘটনা আড়াল না করে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ভাংচুর কোন সমাধান নয়, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এর সম্পদ নষ্ট না করে প্রতিষ্ঠানের সুনাম যেন নষ্ট না হয় সেজন্য সকলের প্রতি অনুরোধ করছি এবং পরবর্তীতে এমন কোন ঘটনা যেনো না ঘটে এজন্য সকল সচেতন নাগরিকদের কে সুদৃষ্টি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
পীরে কামেল হযরত খান বাহাদুর আহসান উল্লাহ (রঃ)এর বিজড়িত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণার দায়িত্ব আপনার আমার সকলের।সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এর সুনাম ধরে রাখতে প্রাক্তন ছাত্রদের ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।