হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মৎস্য ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কালিগঞ্জ উপজেলার সুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৪ মে) বেলা ১১ টায় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক শুধাংশু শেখর হালদার সহ সঙ্গীয় পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। লাশ উদ্ধারের ঘটনা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, মানুষিক রোগী ( ভারসাম্যহীন) ৪০-৪২ বছরের এক ব্যাক্তি হতে পারে। তার নাম পরিচয় জানা যায়নি।