আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট হলে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসী ভাষা ও সাহিত্য বিভাগের যৌথ আয়োজনে এই সেমিনারে কলকাতা বিশ্ববিদ্যালয়, তেহরান বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির অধ্যাপকগণ প্রবন্ধ উপস্থাপন ও বক্তৃতা করবেন।
দিনব্যাপী সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, বাংলাদেশের বর্তমান সময়ের সূফী-পৃষ্টপোষক পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফী মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ এবং আহ্ছানিয়া মিশন ও ইনস্টিটিউটের কর্মকর্তাগণ বক্তৃতা করবেন।
সেমিনার আয়োজনের দ্বিপক্ষীয় আলোচনা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। সেমিনারে অংশগ্রহণে ইচ্ছুকদের পূর্ব-নির্ধারিত রেজিষ্ট্রেশন সম্পাদন করতে হবে।