২৮ জুলাই ২০২৩ খ্রিঃ শুক্রবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় খুলনার সার্কিট হাউজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ এর খুলনা মহানগরীতে আগমন উপলক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে কেএমপি’র কমিশনার সিনিয়র সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ খুলনাস্থ পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।