সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন উত্তরাঞ্চলের রামসাগর এক্সপ্রেস ট্রেন চালুর কার্যক্রম উদ্বোধন করার উদ্দেশ্যে আজ মঙ্গলবার গাইবান্ধার সাঘাটায় আসছেন। তিনি সকাল ১০টায় বোনারপাড়া স্টেশনে রামসাগর ট্রেনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন।
উত্তরাঞ্চলের জনপ্রিয় রামসাগর এক্সপ্রেস এ ট্রেনটির একযুগ পর চালুর সংবাদটি যেমন জনসাধারণের মধ্যে আনন্দের হয়ে বয়ে চলেছে। তেমনি ট্রেনের সময় সূচী নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া।
যাত্রীসাধারণের স্বার্থ বিবেচনা না করেই এই জনগুরুত্বপুর্ণ রামসাগর ট্রেনটির সমংসূচী নির্ধারণ করা হয়েছে বলে সচেতন মহল মনে করছেন। জনসাধারণ মনে করেন ভোর ৫.৩০ ঘটিকার সময় বোনারপাড়া থেকে ছেড়ে গেলে ট্রেনটি এই অঞ্চলের মানুষের চলাচলের জন্য তেমন কাজে আসবে না। কেন না সাঘাটা,ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ তিনটি উপজেলার প্রায় ২০টি ইউনিয়নের যাত্রীসাধারণ বোনার পাড়া থেকে এই ট্রেনে ওঠে উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তেব্যে পৌঁছিবে। কিন্তু এত ভোরে দুরদুরান্ত থেকে দুর্গম পথ পাড়িদিয়ে ট্রেনে যাওয়া যাত্রীসাধারণের পক্ষে কতটা সম্ভব এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করেন এই ট্রেন ধরতে যাত্রীসাধারণ গভীর রাতে ঘুম থেকে উঠে পথ চলতে গিয়ে ছিনতাইকারী অথবা দুষ্কৃতিকারীদের কবলে পড়তে পারেন। আবার কেউ কেউ মনে করেন ট্রেনের সময় সূচী পরিবর্তন করা না হলে জনসাধারণ এই ট্রেনের যাত্রীসেবা থেকে বঞ্চিত থেকেই যাবে। জনস্বার্থে কাঙ্খিত রামসাগর ট্রেনটি পুনরায় চালু যেমন জরুরী তেমনি জনস্বার্থে ট্রেনের সময় সূচী পরিবর্তনও জরুরী বলে মনে করেন অভিজ্ঞমহল। তাইভোর ৫.৩০ ঘটিকার পরিবর্তে সকাল ৭ ঘটিকা অথবা ৭.৩০ ঘটিকা সময় সূচীর নির্ধারণ করার দাবি জনসাধারণের।