১০০-তে ৯১! নম্বরই বলে দেয়, নাইমুল ইসলামের স্বর্ণপদক জেতার কারণ। নাইমুল একা নন, আন্তর্জাতিক ওষুধ ও রোগ অলিম্পিয়াডে (ইন্টারন্যাশনাল মেডিসিন অ্যান্ড ডিজিজ অলিম্পিয়াড, সংক্ষেপে আইএমডিও) স্বর্ণপদক পেয়েছে তাঁর ছোট বোন তুরে সাইনা তিথিও।
ঢাকার নটর ডেম কলেজ থেকে গত বছর উচ্চমাধ্যমিক দিয়েছেন নাইমুল। ফুল-রাইড বৃত্তির অধীনে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন এই তরুণ। শিগগিরই রওনা হবেন তিনি। অন্যদিকে এ বছরই ব্রাহ্মণবাড়িয়ার মূলগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পেরিয়েছে তুরে সাইনা তিথি।