কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় এই বাজেট ঘোষণা করা হয়। এ বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৯ লাখ ২৮ হাজার ৯৫০ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ৩৫০ টাকা। উক্ত অনুষ্ঠানে মৌতলা ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব তানজীর আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি কাজী একরামুল্লাহ ফারুকী, কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, নজরুল ইসলাম, মহিলা সদস্য মাহফুজা খাতুন খুকু, নবযাত্রা প্রকল্পের ইউনিয়ন অফ অর্গানাইজার রুমানা হক, গনেশ চন্দ্র মন্ডল, ইউনিয়ন ওয়াটসন কমিটির সদস্য মাওলানা আব্দুল খালেক, শাকিলা আমীন প্রমূখ।