বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
শেরপুরে ইউনিয়ন আ.লীগ থেকে ২০ নেতার পদত্যাগ কালিগঞ্জে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে ৪৬ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি,,,,,,,,, কালিগঞ্জের বালিয়াডাঙ্গা মাহমুদীয়া দাখিল মাদ্রাসাঃ ঝুঁকি নিয়ে চলছে পাঠদান রাজারহাটে তিস্তায় ভাঙ্গন কবলিত ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ঝিনাইগাতীতে নিখোঁজ অটো চালক রজব আলীর মরদেহ উদ্ধার মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী : বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ তথ্যমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাত মুঘল কাবাব হাউজকে ২ লাখ টাকা জরিমানা করেছে  নিরাপদ খাদ্য কতৃপক্ষ কালিগঞ্জের নলতা ইউপি চেয়ারম্যান স্বপদে বহালঃ ইউনিয়নবাসীর মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বাংলাদেশ এখন তলাবিহীন রাষ্ট্র নয় উন্নত রাষ্ট্র – এড,আব্দুল মতিন
একটা অসনাক্তকৃত লাশ…

একটা অসনাক্তকৃত লাশ…

 

একটা লাশ পড়ে আছে
মুখ থুবড়ে, পার্কের এককোণে
নামহীন, গোত্রহীন, পরিচয়হীন
একেবারে খাঁটি বেওয়ারিশ হয়ে।

ভোর থেকে জড়ো হওয়া কৌতূহলী লোকজনের আগ্রহের শেষ নেই,
তব কেউ খুঁজতেও আসেনি
নিখোঁজ লোকটাকে
গণ আলাপচারিতায়ও নামটা
জানা হলো না কারও।

দিনশেষে লাশটা মর্গে চালান হলো
পরিত্যক্ত চটে মুড়িয়ে, ঐ বেওয়ারিশ হিসেবেই
ডোমের আগ্রহও কম, আজ
মরাটার সাথে আসেনি কেউই
জোশ আসছে না কাজে মোটেও
অপয়া মরাটা কাটাছেড়া করার
আগে আজ, গলা ভেজাতে হবে
নিজেরই পকেট হাতড়ে, গোটা কতক
খিস্তী ঝেড়ে আনমনে বিড়ি ফুঁকছে
লাশের ধারে বসে, ভীষণ ত্যক্ত ডোমটা।

পরদিন, ময়না তদন্ত রিপোর্ট লেখা হলো, আপাদমস্তক লাশটার কোথাও কোনও
দৃশ্যমান ক্ষতচিহ্ন পাওয়া যায় নি,
তবে ভেতরটা ভীষনরকম ঝাঁঝরা
অজস্র ব্লক জমেছে অলিন্দ আর
নিলয়ে আশে পাশে,

মিথ্যে আশাগুলো ধমনীতন্ত্রে ব্লক বেঁধেছে আবেগগুলো আড়ষ্ট হয়ে আছে সম্পূর্ণ রুপে,
বুকভরে শ্বাস নিতে না পারায়
শ্বাসতন্ত্রের কপাটও রুদ্ধপ্রায়,
স্বরতন্ত্রে অব্যক্ত কথামালা পাথর
হয়ে আটকে আছে,

ভেতরে অভিমান জমে ইন্দ্রিয়গুলো
কাজ করছিলো না মোটেও
হৃৎপিন্ডের ভেতরের প্রকোষ্ঠে যেখানে
প্রিয় মানুষটার নাম লেখা থাকে,
সেখানটার পাঠোদ্ধার করা যায় নি,
মোটেও, কিছু জমাট ব্যথার কালচে দাগ
মুছে দিয়েছে ভালবাসার শেষ চিহ্নটুকুও।

শেষপর্যন্ত লাশটাকে আপনজন
বলে দাবী করলো না কেউই,
অসনাক্তকৃতই রয়ে গেল তার সবকিছু।

কলমেঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক
Hasan Hafizur Rahman

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com