নীলাকাশ…
একটা সাদা ক্যানভাসে ওরা
ভালবাসার আঁকিবুকি খেলছিল,
তারপর একদিন একজনের
জীবনরেখা সোজা বয়ে গেল,
আর অন্যজনের জীবন গ্রাফের
ওঠানামা বেড়ে গেল বিষম ভাবে।
শূণ্যতা গ্রাস করলো হৃৎপিন্ডের
প্রকোষ্ঠ থেকে প্রকোষ্ঠে,
অলিন্দ জুড়ে জন্মালো অচেনা সব
বিষাক্ত কাঁটা গুল্ম।
আর নিলয়ের ভেতরে ঠিক যে
জায়গাটায় ছিল বিশুদ্ধ শ্বাসের চাষবাস
হতো শ্বেতশুভ্র কাশফুলের চাষ,
এখন ঠিক সেই এলাকাতেই চলছে
বিশাল এক বালিয়াড়ির আগ্রাশন
বইছে লু হাওয়া, বইছে ঘূর্ণি বাতাস
হৃদয়পুরে বয়ে চলছে মরুঝড়।
চর জেগেছে স্রোতঃস্বিনীতেও
বেদখল হয়ে গেছে বিস্তৃর্ণ হৃদয়পুর
জবরদস্তিতে এখন নীল বিষের চাষ
চলছে সেখানে।
নীলবিষে নীলাকার সবকিছু,আর
আকাশ জুড়ে এখন শুধুই বিষম
তরঙ্গায়িত বেদনার নীল রঙে।
লেখকঃ হাসান হাফিজুর রহমান।