সেই সিনেমায় আকবরের চরিত্রে ছিলেন হৃতিক রোশন। তবে ছবিতে আলাদা করে ঐশ্বরিয়ার সাজ-পোশাক প্রশংসিত হয়।
শোনা যায়, ঐশ্বরিয়াকে সাজাতে কোনো কমতি রাখতে চাননি পরিচালক। ছবিতে যে অলঙ্কারে তাকে সাজানো হয়েছিল, তার পুরোটাই তৈরি করা হয় সোনা দিয়ে। মোট ৭০ জন শিল্পী একসঙ্গে তৈরি করেছিলেন সেই নজরকাড়া গহনা। শুটিংয়ের সময় যে গয়না অভিনেত্রীর পরনে ছিল। তার মোট ওজনও নেহাত কম ছিল না।