বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ অপরাহ্ন

ভৈরব শম্ভূপুরে পাদুকা বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কেন্দ্র শুভ উদ্ভোধন 

ভৈরব শম্ভূপুরে পাদুকা বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কেন্দ্র শুভ উদ্ভোধন 

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আজ ৭ ই নভেম্বর মঙ্গলবার সকালে শম্ভূপুর পাক্কার মাথায় স্থানীয় উদ্যোক্তা সাইদুল খন্দকারের সভাপতিত্বে পাদুকা বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কেন্দ্র পপির সহযোগিতায় উদ্ভোদন করা হয়।

পিপলস্ ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্রিয়েন্টেশন (পপি) সহযোগিতায় সাসটেইনেবল এন্টার প্রাইজ প্রজেক্ট (এসইপি) পিকেএসএফ এর অর্থায়নে সাইদুল প্লাস্টিক রি- সাইকেল কেন্দ্র উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সমবায় অফিসার মোঃ শহিদুল ইসলাম, পপির ভৈরব পাদুকা  সেক্টর ম্যানেজার মোঃ বাবুল আহমেদ,কবিরাজ আবু তৈয়ব খন্দকার, সমাজ সেবক আবু তাহের খন্দকার সহ পপির ও পিকে এস এফ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ সাইদুল খন্দকার এর বর্জ্য ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানান।

সাইদুল খন্দকার জানান কয়েক বছর আগে পাদুকার বর্জ্য রাস্তায় পড়ে থাকতো মানুষ তাতে আগুন লাগালে ধোঁয়া তৈরি হয়ে রাস্তা অন্ধকার হওযার কারণে অনেক এক্সিডেন্ট হত, আমি পপি ও লাফাক্স এর সহযোগিতায় ঐ বর্জ্যকে অপসান করে পরিবেশ কে ভালো রাখার চেষ্টা করছি, এই কাজগুলো আমি দেশ কে ভালোবেসে করে থাকি কোন প্রকার স্বার্থ ছাড়া।

সবশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com