মোঃ আল আমিন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
‘গণমানুষের বাংলাদেশ বুলেটিন’ এ শ্লোগানকে বুকে ধারণ করে নাটোরের সিংড়ায় দৈনিক বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন ৬তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর ) দুপুরে সিংড়া উপজেলা প্রতিনিধি রবিন খানের আয়োজনে সিংড়া মডেল প্রেসক্লাব চত্বর থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া মডেল প্রেসক্লাবে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও টেলিভিশন রিপোটার্স ইউনিটি অব বাংলাদেশ ( ট্রাব) সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আল ইমরান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সিংড়া মডেল প্রেসক্লাবে সভাপতি ও দৈনিক ইত্তেফাক, মাই টিভির সিংড়া প্রতিনিধি এস.এম রাজু আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, রাহাত আহমেদ রঞ্জু, কোষাধ্যক্ষ লিটন আহমেদ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, শুভ সরকার, ক্রীড়া সম্পাদক সুজিত সাহা, সদস্য আল আমিন, মাসুদ রানা প্রমূখ।
এ সময় অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পর বাংলাদেশ বুলেটিনের ৬তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময় বক্তারা দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখতে ও পাঠকের কাছে যে জনপ্রিয়তা রয়েছে তার সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান। বাংলাদেশ বুলেটিন হোক সকল পাঠকের ও সকল শ্রেণির মানুষের প্রিয় পত্রিকা। আগামীতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।