—–বলি খোকা—–
লেখক মোঃ জাহাঙ্গীর আলম
-সদা সত্য বলবে খোকা–
-সঠিক পথে চলবে —
-দুখীর দুঃখ করবে মুছুন
-কর্ম জীবন ধর্মে—
-জাতির সুখে হাসবে তুমি
-কাঁদবে স্বদেশ দুখে-
-মিথ্যে সকল করবে ঘৃণা-
-রাখবে সাহস বুকে-
-অসৎ কামাই পাপের সানাই-
-ঘুন জমিবে মনে–
-মানব দেহ রাখলে হালাল
-বড় হবে মানে-
-সাদা কালো’র করবে সেবা
-ধর্ম দেখে নয়-
-মন্দ ভালো সবার ভিতর-
-প্রভু জিন্দা রয়-
-পেলে আঘাত করবে ক্ষমা
-তাহার উপর নাই
-কর্তা নেতা মিথ্যে ধোকা-
-মানুষ হওয়া চাই
-জাতির বিবেক নোংরা এখন
-করতে চাইবে ক্ষয়-
-বিবেক সবার তুলবে জেগে-
-আসবে তাতেই জয়-
-বীরের মত করবে লড়াই
-সত্য সদা বলবে—-
-নষ্ট সমাজ নব্য আইন-
-ধরতে তোমায় চাইবে—-
-আসবে বিপদ শিরের উপর-
-সভ্য মানুষ নাই –
-বড় হয়ে তুমি খোকা —
-মানুষ হবে তাই