ঢাকা শনিবার, ২৯ জুন ২০১৯: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ৫ সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন, বিএমএসএফ পাবনা জেলার আহবায়ক এটিএন বাংলার প্রতিনিধি মোবারক বিশ^াস, মাইটিভির শ্রীপুর প্রতিনিধি এস এম সোহেল রানা, চট্টগ্রাম দক্ষিন জেলা কমিটির সাধারণ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী, বাকেরগঞ্জের সাংবাদিক দানিসুর রহমান লিমন ও বিএমএসএফ মালয়েশিয়া কমিটির আহবায়ক সাংবাদিক জুয়েল খন্দকার।
শনিবার ২৯ জুলাই বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করেন।
বিএমএসএফ আশা করেন, নতুন এই নেতৃবৃন্দ সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়নের অগ্রযাত্রায় সাহসী ভুমিকা রাখবেন। তারা তাদের মেধা, শ্রম, সততা ও সাংগঠনিক শক্তি দিয়ে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবেন। সংগঠনের সহ-সম্পাদক এস এম জীবন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।