মাহদি হাসান, নকলা শেরপুর।।
শেরপুরের নকলায়, শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসবের আয়োজন করেন উপজেলা প্রশাসন,
(১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে নকলা, উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানীন, এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,নকলা,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ,মোঃ বোরহান উদ্দিন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদিকন্ঠ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাধারন সম্পাদক নকলা উপজেলা আওয়ামী লীগ, পৌর মেয়র জনাব মোঃ হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি আব্দুল কাদের, নকলা উপজেলা সাস্থ কমপ্লেক্সের কর্মকর্তা ডঃ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণি সম্পদের কর্মকর্তা ডঃ ইসহাক আলি, জনাবা,আম্বিয়া খাতুন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ
এই সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।