ভারতীয় শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। প্রস্টেট ক্যানসারে গত বছরের ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসায় ভালো সাড়া পেলেও সম্প্রতি তার স্ট্রোক হয়। সেখান থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। সেখানেই মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি। স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র রেখে গেছেন এই শিল্পী। খবর আনন্দবাজার পত্রিকার।
মঙ্গলবার দুপুরে মৃত্যুর আগে হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর খোঁজ নিয়ে বেরিয়ে আসেন তিনি। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন।
হাসপাতালের সামনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে মমতা বলেন, ‘চিকিৎসকদের যদি কিছু বলার থাকে বলুন, তারপর আমি বলব। রাশিদের ছেলে রয়েছেন এখানে। তিনি ভালো গান করেন।’
এ সময় রাশিদের চিকিৎসক বলেন, ‘এত দিন হাসপাতালে থাকার কারণে সংক্রমণ হয়েছিল। তাকে ভেন্টিলেশনে পাঠাতে হয়। কিন্তু তাকে ফিরিয়ে আনতে পারিনি। মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি।’