একেবারে গ্যারান্টেড আমাদের রিলেশন
যেন সুপার গ্লু দিয়ে জোড়ানো,
তারপরে আর কাউকে মনে হয়নি
এতটা আপন।
ছাড়াছাড়ি,
ব্যাপারটা অন্য সবার সাথে ঘটলেও
ওর সাথে এসবের বালাই নেই
সেতো ছাড়তে চায় না আমাকে
বিষয়টা আবার ঘুরিয়েও বলতে পারো,
ওকে ছাড়ার কথা ভাবতেই পারি না।
ছেলেবেলার পুরোনো বন্ধুরা সব হারিয়েছে
সময় অথবা জীবনের প্রয়োজনে,
আত্মীয়স্বজন, অনেকেরই খবর নেই
বদল হয়েছে চোখে চোখরাখা চোখগুলো
শুধু পারিনি ওর থেকে চোখ সরাতে।
সে তো আমায় ভাবতে শিখিয়েছে,
ও হাতে থাকা মানে
পছন্দের মানুষটা পাঁজরের কাছে থাকা
গল্পগুলোর শুরু ওকে নিয়েই, তারপর
গল্পরা ভেঙ্গেছে মাঝপথে, আমরা দমিনি
আবারও জোড় লেগেছে, হয়েছে পুনর্মিলন, পেরিয়েছি অনেকটা পথ হাতটা বাড়িয়ে।
এতটা পথ পেরিয়ে জেনেছি আজ
ছেড়ে গেলে সবাই
যাবেনা কখনও সে আমায় ছেড়ে
সুখেদুঃখে পাশে থাকবে হয়ে প্রিয়জন
কাব্যি করে,
তোমরা তার নাম রেখেছ মুঠোফোন।
** সকলের এন্ড্রয়েড ফোনের সুস্বাস্থ্য ও
দীর্ঘ্যায়ু কামনা করছি, সাথে আমারটারও…
*** কবিতা অর্ধেক পড়ে একজন পুরো কেন্দেই
দিয়েছে,শেষলাইন পড়ে অশ্রু ফেরত চাইছে
কি যে করি…!
লেখকঃ হাসান হাফিজুর রহমান।