চারিদিকে হিম, জাঁকিয়ে বসা একাকীত্বে
জমে যাচ্ছি, অপেক্ষার শীতলতায়
কুয়াসা মাড়িয়ে দূর ল্যাম্পপোষ্টের আবসা আলো প্রাণান্ত চেষ্টায় ছুঁতে আমার জানালা।
বৃষ্টি ফোটা হয়ে টুপটুপ করে ছাদ চুঁইয়ে
নামছে বরফ জমা স্মৃতিগুলোও,
আকাঙ্ক্ষার শীতলতা হিমায়িত করেছে
কনকনে গল্প হয়ে ভেসে বেড়ানো বাতাসে।
একটু উষ্ণতার আশায়,
স্মৃতির মোমবাতি জ্বালিয়ে
আগুন জ্বালিয়ে দিলেম ভালবাসার কবিতায়
যদি গলে স্বপ্ন জমে থাকা বরফ।
ভালোবাসার চাদরে জড়িয়ে দাও
এই শীতার্তকে, তোমার উপস্থিতি
ফিসফিস করে বলা শব্দমালার উষ্ণতা
ছুটে যাক রক্তে আমার।
লেখকঃ হাসান হাফিজুর রহমান।
মাঘের সকাল
১৪৩০, রাজশাহী