মারুফ সরকার।। ঘড়ির কাটায় তখন রাত ১ টা ০৭ মিনিট । শেওড়াপাড়া পুলিশ একটি চেকপোস্ট বসেছিল।যেটিকে শেওড়াপাড়া চেকপোস্ট বলে। পুলিশ সদস্যরা যানবাহন চেক করতে ছিলেন। হঠাৎ করেই সে সময় সেখানে হাজির হলেন
কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম
। যারা চেক করছিলেন সবাই ওসিকে দেখে চমকে উঠলেন। এত রাতে তিনি জনগণের জান মাল রক্ষায় মাঠে নেমেছেন। চেক করবেন সারারাত।
তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মোটর সাইকেলে দুইজন করে বসে অনেক সময় ছিনতাই হচ্ছে তাই যাতে ছিনতাইয়ের ঘটনা না ঘটে না এজন্য তিনি নিজে মাঠে নেমেছেন।
কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম জানান, আসন্ন রমজান উপলক্ষে অনেকে মধ্যরাত পর্যন্ত বাইরে থাকে সাধারণ মানুষ যাতে কেউ কোনো ক্ষতির সম্মুখীন না হয় এইজন্য আমাদের চেকপোস্ট অব্যাহত আছে। আমরা শুধু এক জায়গায় চেক করছি না কিছুক্ষণ সময় বিভিন্ন জায়গায় চেক করছি।এভাবে চেক করতে করতে সারা রাত থাকবো আমরা।
রাতে বেলা হঠাৎ থানার অফিসার ইনচার্জ নিজেই যখন এমন উদ্যোগ নেয় তখন সেটি প্রশংসার দাবিদার এমনটাই ভাবছে সাধারণ মানুষেরা। শেওড়াপাড়া এলাকায় যারা ছিলেন তারা এমন উদ্যোগকে প্রশংসা করেছেন।শেওড়াপাড়া এলাকায় পুলিশের একটি চেকপোস্টে পুলিশের চেকিং কার্যক্রম চলতেছিল।