সুজন ঘোষ,দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কৃতি সন্তান কাওছার আহম্মেদ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পদক অর্জণ করার শুভেচ্ছা জানিয়েছেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। কাওছার আহম্মেদ দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের এসএসসি-১৯৮৬ ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন। সাম্প্রতিক এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনিত হন তিনি। তাঁর কর্মদক্ষতা, সততা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম সেবা- ২০২৪)পদকে ভ‚ষিত হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক মো: সাবির আহমেদ সহ-সভাপতি ডা: আব্দুল লতিফ, ডা: দেবপ্রসাদ মন্ডল, মো: আনোয়ারুল হক, ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক মাহমুদুল হক বিশ্বাস লাভলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আলী ও সৈয়দ রেজাউল করিম প্রমুখ। কাওছার আহম্মেদ বর্তমানে সিটি স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত আছেন।