রাজধানীর ওয়াইজ ঘাটে তরমুজ বিক্রি হচ্ছে পিস হিসেবে। সেই তরমুজ কারওয়ান বাজারসহ সব জায়গায় বিক্রি হচ্ছে কেজি হিসেবে। অথচ এটি বেআইনি। এ ছাড়া ওয়াইজ ঘাটে পাঁচ থেকে থেকে সাত কেজির একটি তরমুজের দাম পড়ছে ২৮০ থেকে ৩০০ টাকা। সেটি খুচরা ক্রেতাকে কেজি দরে কিনতে হচ্ছে চার থেকে পাঁচ শ টাকায়। এটি দৃশ্যমান হলেও কোনো অভিযানে প্রভাব পড়েনি।
ঢাকায় সব তরমুজ আসে বিভিন্ন জেলা থেকে। সবচেয়ে বড় তরমুজের আড়ত রাজধানীর ওয়াইজঘাটে। সেখান থেকে কারওয়ান বাজারের পাইকাররা তরমুজ কেনেন। খুচরা বিক্রেতারা তাদের কাছ থেকে কিনে বিক্রি করে সাধারণ মানুষের কাছে।
ওয়াইজ ঘাটে ১০০ পিস তরমুজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ হাজার টাকায়। অর্থাৎ একটির দাম পড়ছে ২৮০ থেকে ৩০০ টাকা। যেগুলোর একেকটির ওজন পাঁচ থেকে সাত কেজি।