ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। টলিউডে চলছে তাঁর অভিষেক সিনেমার শুটিং। এর মধ্যে এবার আনন্দবাজার অনলাইনকে বিশাল সাক্ষাৎকার দেন নায়িকা। এবারও ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক-সমালোচনার জবাব পরীর কণ্ঠে। এ সময় কখনো নির্ভীক, কখনো আবেগতাড়িত হয়ে পড়েন পরী। নিজেকে ‘বেয়াদব’ তকমাও দেন তিনি। সব বিতর্ক নিয়েও সোজাসাপটা উত্তর দিয়েছেন পরী।
পরীকে প্রশ্ন করা হয়, গত বছর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন থেকে বছরের বেস্ট অনুষ্ঠানে সম্মানিত করা হয়। এরপরই কি এ দেশে যোগাযোগটা মজবুত হয়েছে? উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, তা ঠিক। তবে তখনো মনস্থির করিনি যে কাজ করব। এখনো যে বেশি কাজ করার কথা ভাবছি, তা কিন্তু নয়। তবে অনেকগুলো ছবির প্রস্তাব আছে। বেশ কিছু লোভনীয় চরিত্রের প্রস্তাবও আছে। “হ্যাঁ” বলতে একটু সময় চেয়ে নিচ্ছি তাঁদের কাছ থেকে। কিন্তু এই ফেলুবক্সীতে অভিনয় করতে রাজি হয়েছি। কারণ, লাবণ্য চরিত্রটা যেমন দেখতে, আমাকে এখন তেমনই দেখতে লাগছে।’
পাশাপাশি কলকাতায় পাকাপাকি বাস করার পরিকল্পনা নিয়ে পরী বলেন, ‘প্রথম দিনেই এটা বলেছিলাম। কলকাতায় যেভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে আছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে, ছয় মাস দেশে কাজ করব, ছয় মাস কলকাতায় থাকব। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!
‘সিঙ্গেল মাদার’ জার্নি নিয়ে প্রশ্ন করা হলে পরী বলেন, ‘এই সফর খুব আনন্দেই কাটাচ্ছি। মনে হয়, একা হাতে ছেলেকে খুব ভালোভাবেই বড় করতে পারব। যে সম্পর্কটা ছিল, সেটা থাকলে ওর বড় হওয়ার পথে আরও প্রতিবন্ধকতা বাড়ত। আসলে আমার ছেলে আমাকে বোঝে, আমার কথা শোনে। ভীষণ মিশুক।’
এবার নিজের বিতর্কিত-সমালোচিত দিক নিয়ে খোলাসা করে পরী বলেন, ‘আসলে লোকে আমাকে প্রচণ্ড ভুল বোঝে। আমাকে নিয়ে যা কিছু লেখা হয়, সেসব দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যাই, এটা কোন পরীমনি! আমার সম্পর্কে আমি এত উদ্ভট তথ্য পাই, ভাবি, এটা কি আমাকে নিয়ে বলছে? শুধু তা–ই নয়, আমাকে নিয়ে আছে ভ্রান্ত ধারণাও। সেটা হলো, আমি নাকি শুটিং ফাঁসাই। ব্যক্তিগত জীবন নিয়ে লোকে বলে, পরীমনির অনেক প্রেমিক, অনেকগুলো জামাই। কিন্তু আমি জানতে চাই, তারা কোথায়? আমার মনে হয়, বিতর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে সে ব্যাপারে বেশি কথা বলা প্রয়োজন। আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি, যাঁরা আমাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেব।’
শেষে পরীকে প্রশ্ন করা হয় সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে। বলা হয়, শরীফুলকে আরও একটা সুযোগ দেওয়ার কথা ভাবছেন কি না? উত্তরে পরী বলেন, ‘নামটাই মুখে আনতে চাই না। এত ঘৃণা ওর প্রতি। কোনো দিন মরে গেলেও দেখতে যাব না। যে মানুষটা আমার কাছে ছিল, সে আরও আগেই মরে গিয়েছিল। আসলে মানুষটা আমার কাছে ডেড।’
আরও নানা ইস্যুতে কথা বলেন পরী। শেষ বাক্যে নিজেকে সহজ, সরল ও স্পষ্টবাদী মানুষ হিসেবে আখ্যা দেন ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেত্রী