ইমাম মোয়াজ্জিন ও আলেমদের সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এ শ্রেণির লোকদের জন্য গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে। তবে এ জন্য অভিজ্ঞতার শর্তারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ইমাম, মুফতি, ধর্মীয় স্কলার ও প্রচারক দুবাইয়ে ২০ বছরের বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছেন তাদের গোল্ডেন ভিসা দেওয়া হবে। ক্রাউন প্রিন্স অব দুবাই এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যার শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এ নির্দেশ দিয়েছেন।
কেবল গোল্ডেন ভিসা নয়, দুবাইয়ের এসব ধর্মীয় বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা ইদুল ফিতর উপলক্ষে আর্থিক অনুদান পাবেন। বার্ষিক সংস্কৃতির অংশ হিসেবে তাদের এ সুবিধা দেওয়া হবে।