মোতালেব বিশ্বাস লিখন , ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকের ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু হয়। যা চলেছে ২৫ এপ্রিল রাত পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা যায়, এবারের ডি’ ইউনিটের ৩২০ জন আসনের পরিবর্তে আবেদন পড়েছে ১৮৯০। বিষয়টি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।
জানা যায়, এতে আবেদন ফি ধরা হয় ১৫০০ টাকা। ২০২২ ও ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই আবেদন করার সুযোগ পেয়েছে।
প্রসঙ্গত, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের তিনটি ও কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। চারটি বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে ৩২০টি। এতে এমসি কিউ পদ্ধতিতে ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে।