হাফিজুর রহমান শিমুলঃ ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শঙ্কর কুমার দে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নবযাত্রা ওয়ার্ল্ড ভিষন প্রতিনিধি হারুনুর রশিদ, কালিগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ হান্নান, মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধী ব্যক্তি ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ১৯ টি সাইক্লোন সেন্টার, একটি মুজিবকেল্লাসহ জরুরী আশ্রয় কেন্দ্র ব্যবহারের জন্য ১০১ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগের বিষয়টি মাইকের মাধ্যমে জনসাধারণকে জানানো হবে।