মোঃশফিকুল ইসলামঃ লামা উপজেলায় শারিরীক প্রতিবন্ধীদের মাঝে মোভমেন্ট এর জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনাতনে দাতা সংস্থা ওয়ান নেশনের অর্থায়নে ও লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিবন্ধীদের মাঝে ২০ টি হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, লামা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক,জাতীয় শ্রমিক লীগ লামা উপজেলার সভাপতি মোঃ নাছির উদ্দীন, লামা পৌর ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ আবু দাউদ,ইউপি সদস্য কুতুব উদ্দিন।
আরও লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি,সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রলীগের সেক্রেটারি মোঃ আরিফুল হক প্রমূখ।
এ বিষয়ে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল বলেন, দাতা সংস্থা ওয়ান নেশনের অর্থায়নে, লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।