নাসিরুদ্দীন মাহমুদ, কাশিয়ানী গোপালগঞ্জ।। আজ বুধবার (৯ই অক্টোবর) দুপুরে কাশিয়ানী উপজেলা চত্বরে ভারতে বিশ্ব নবীর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ আয়োজন করা হয়। সেখানে স্থানীয় তৌহিদী জনতা সহ আশেপাশের বিভিন্ন স্কুল – মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের যোগদানে এটি গণজোয়ারে পরিণত হয়।
সেখানে সম্প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী ও ভারতের শাসক গোষ্ঠীর নিশ্চুপ ভূমিকার নিন্দা জানিয়ে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। কেউ কেউ চলমান ভারতীয় অপরাজনীতির সমালোচনা করেও বক্তব্য দেন। বক্তব্যের সাথে শিক্ষার্থীদের জাগরণী কবিতা ও সংগীত পরিবেশন করা হয়।
সমাবেত জনগণ গণমাধ্যমকে জানান, প্রয়োজনে বিশ্ব নবীর ইজ্জত হেফাজতে জীবন দিতে প্রস্তুত রয়েছেন তারা। তারা আরো বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমরা বৈরী ব্যবহার করতে চাই না। তবে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে আমরা কখনোই ছাড় দিতে প্রস্তুত না।